Condom And Contraceptive Distribution: আদিবাসী গণবিবাহের সরকারি কর্মসূচিতে কন্ডোম,পিল বিলি নিয়ে চাঞ্চল্য, দায় নিতে নারাজ জেলা প্রশাসন
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : ফের খবরের শিরোনামে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ (Madhya Pradesh) । এবার ওই রাজ্যের ঝাবুয়া জেলায় গণবিবাহ অনুষ্ঠানে ( Mass Marriage Programme) পাত্রীদের দেওয়া মেক আপ বক্সে উপহার হিসেবে দেওয়া হল কন্ডোম ও জন্মনিরোধক পিল (Condom And Contraceptive Distribution) । বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ / নিকা যোজনায় সোমবার দিন মালাবদল করে ২৯৬জন দম্পতি। এই প্রকল্পে মূলত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই কর্মসূচি নেওয়া হয়। কন্ডোম ও জন্মনিরোধক পিল বিলি করার ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন এ ব্যাপারে দোষ চাপিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের ঘাড়ে। জেলা প্রশাসনের আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক জানিয়েছে পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতার বৃদ্ধির উদ্দেশ্যে স্বাস্থ্য বিভাগের কর্মীরা কন্ডোম,জন্ম নিরোধক পিল বিলি করে থাকতে পারে। সংবাদমাধ্যমকে জেলা প্রশাসনের আধিকারিক জানিয়েছেন তাঁরা এই ঘটনায় কোনওভাবেই যুক্ত নয়। মুখ্যমন্ত্রী কন্যা ব...