Condemning Hinduphobia Resolution : হিন্দুধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্ম, হিন্দুফোবিয়ার নিন্দা করে এই প্রথম প্রস্তাব পাস আমেরিকার জর্জিয়ায়
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : হিন্দুফোবিয়ার নিন্দা করে ( Condemning Hinduphobia Resolution) আমেরিকার প্রথম প্রদেশ হিসেব প্রস্তাব পাস করল জর্জিয়া অ্যাসেমব্লি (Georgia Assembly) । হিন্দুফোবিয়া ও হিন্দুবিরোধী প্রচারের নিন্দা করে প্রস্তাবে জানানো হয়েছে বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম ধর্ম হল হিন্দু। সারা বিশ্বের একশোটিরও বেশে দেশে ১.২ বিলিয়ন অনুগামী রয়েছে এই ধর্মের। বৈচিত্রময় ঐতিহ্য,পরম্পরা ও বিশ্বাস, মূল্যবোধের সর্বজনীন গ্রহণযোগ্যতা ও পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তির বার্তা দিয়ে থাকে হিন্দুধর্ম। প্রস্তাবটি পেশ করেন জর্জিয়ার বৃহত্তম হিন্দু অনুগামী ও ভারতীয় মার্কিনিদের কেন্দ্র অ্যাটলান্টা শহরতলির ফরসিথ কাউন্টির প্রতিনিধি লরেন ম্যাকডোনাল্ড ও টড জোনস। প্রস্তাবে ওষুধ,বিজ্ঞান, কারিগরি বিদ্যা,তথ্যপ্রযুক্তি, আতিথেয়তা, শিক্ষা, শক্তি থেকে নানা ক্ষেত্রে বড় ধরণের অবদান রয়েছে এই ধর্মের মানুষের। একইসঙ্গে যোগা, আয়ুর্বেদ, ধ্যান, খাবারা, সঙ্গীত, শিল্পে এই ধর্মের মানুষেরা সমৃদ্ধি এনেছেন। সাংস্কৃতিক বুনোটকেও আঁটোসাঁটো করেছে তাঁরা। যা মার্কিন সমাজে ব্যাপকভাবে মিশে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের জী...