পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Pollution In Ganges: গঙ্গায় আর স্নান করা যাবে না, রাজ্যকে কড়া হুঁশিয়ারি জাতীয় পরিবেশ আদালতের

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: প্রতিদিন হু হু করে জলে এসে মিশছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। কোনওরকম নিকাশি বা শোধনের ব্যবস্থা হচ্ছে না। তাই এবার থেকে গঙ্গায় ডুব দিয়ে পুণ্য অর্জনে ভ্রুকুটি হানল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। তারা রীতিমতো হুঁশিয়ার দিয়ে জানিয়েছে স্বাস্থ্যের নিরাপত্তার কারণে আর কোনওভাবে গঙ্গায় স্নান করা যাবে না। গঙ্গা জুড়ে মিলেছে ব্যাপক পরিমাণে ফাসেল কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব। তাই তারা সাফ জানিয়ে দিয়েছে কোনও অবস্থাতেই গঙ্গার জল নির্ভরযোগ্য নয়। পরিবেশ সুরক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত বিচারবিভাগীয় বডি ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের পর্যবেক্ষণ অনুযায়ী প্রতিদিন কোনওরকম শোধন ছাড়াই ২৫৮.৬৭ লক্ষ লিটার জল সরাসরি গঙ্গায় প্রবাহিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। গ্রিন বেঞ্চের এমন সতর্কবাণী সামনে এসেছে বিভিন্ন রাজ্য দিয়ে বয়ে চলা গঙ্গা নদী জুড়ে দূষণ প্রতিরোধ ও হ্রাস নিয়ে শুনানি চলাকালীন। এর আগে গঙ্গার দূষণ নিয়ে রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার সময় বিষয়টি সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলাশাসকদের জমা দেওয়া রিপোর্ট দেখার পর গভীর উদ্বেগ জানিয়েছেন ন্যাশনাল গ্রিন বেঞ্চ...

CAA Implementation: আগামী মাসেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নাগরিকত্ব সংশোধন আইন? এবার কি দেশজুড়ে জ্বলবে অশান্তির আগুন?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: শিয়রে লোকসভা ভোট। তার আগেই তৃণমূল কংগ্রেস তথা বিরোধীদের বাধা উড়িয়ে আগামী মাসেই দেশে কার্যকর হতে চলেছে নাগরিকত্ব সংশোধন আইন। এমনই ইঙ্গিতে নতুন করে তৈরি হতে চলেছে সংঘাতের পরিস্থিতি। বছর চারেক আগে বিলটি পাস হয়েছিল। এবার আইন কার্যকর করার পথে ঝুঁকছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনলাইন পোর্টালের রেজিস্ট্রেশন এবং ড্রাই রান শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনে রয়েছে ১৯৭১ সালের পর থেকে পাকিস্তান,আফগানিস্তান,বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু,শিখ, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য এই আইন কার্যকর হবে। লোকসভা ভোটের আগে এই আইন কার্যকর করার সময় অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আইন এখনই কার্যকর করা না হলে তা বাতিল হিসেবে পর্যবসিত হবে বলে মনে করা হচ্ছে। বিতর্কিত আইনটি কার্যকর করার সময়কাল বর্তমান লোকসভার মেয়াদ পর্যন্ত। ফলে কেন্দ্রের তরফে তোড়জোড় শুরু হয়েছে, এমনটাই সূত্রের খবর। গত লোকসভা ভোটে এবং একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে প্রধান নির্বাচনী অ্যাজেন্ডা ছিল সিএএ। এই আইনের ঘোরতর বিরোধিতা করেছিল শাসক তৃণমূ...

TMC Prospect: সন্দেশখালি কাণ্ডে প্রশ্নের মুখে মমতার ক্যারিশমা, কোনদিকে এগোচ্ছে রাজ্য?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: সারদা কেলেঙ্কারি থেকে শিক্ষকদের চাকরি নিয়ে দুর্নীতি, গোরু পাচার, রেশন কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা চুরি, জেলে দলের একদা সেকেন্ড ইন কমান্ড, প্রভাবশালী মন্ত্রী। এর আগে জেলে থেকে এসেছেন আরও কয়েকজন প্রভাবশালী নেতা-মন্ত্রী। যেখানেই কোটি কোটি টাকা লুট, সেখানেই নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সিবিআই, ইডির নাগপাশ থেকে রেহাই মেলেনি দলের সর্বভারতীয় সম্পাদক এবং এই মুহুর্তে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লাগাতার কেলেঙ্কারি, গ্রেফতারির মধ্যেই শাসক দলের রক্তচাপ বাড়িয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালি। বেআইনিভাবে গ্রামবাসীদের জমি দখল থেকে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগে সপ্তা দুই ধরেই ফুটছে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকা। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। শুরু থেকেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার শাগরেদদের দিকে। যদিও এত সবের মধ্যে এখনও রহস্যজনকভাবে অধরা শাহজাহান। তার বিরুদ্ধে গ্রামবাসীদের মাত্রাছাড়া বিস্ফোরক ক্ষোভে ইতিমধ্যেই যথেষ্ট বিপাকে শাসকদল। লোকসভা ভোটের আগে এই ইস্যুকে অস্ত্র করে তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়ে চলেছে বিজেপি, স...

Shut Down Of gmail? আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে জি মেল? এনিয়ে গুগল কি বলছে?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: এ মাসের আগস্ট মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে জি মেল। স্যোশাল মিডিয়ায় এনিয়ে লেখালেখির পর এ নিয়ে আসরে নামল গুগল। শুক্রবার তারা জানিয়েছে জনপ্রিয় ইমেল পরিষেবা জি মেল কোনওভাবে বন্ধ হচ্ছে না। গুগল থেকে জি মেল ব্যবহারকারীদের পাঠানো ইমেলের স্ক্রিন শটে দেখা গিয়েছে তাতে লেখা রয়েছে এ বছরের পয়লা আগস্ট থেকে গুগল জি মেল বন্ধ করে দিচ্ছে। ইমেলে এও দাবি করা হয়েছে আগস্ট মাস থেকে জি মেল আর ইমেল পাঠানো বা গ্রহণ করা এবং ইমেল মজুত করে রাখার ব্যাপারে কাজ করবে না। ইউজারদের পাঠানো ইমেলে লেখা হয়েছে বিশ্বজুড়ে বছরের পর বছর লক্ষ লক্ষ যোগাযোগ করে এসেছে জি মেল, এবার সেই মেল ২০২৪ সালে পয়লা আগস্ট থেকে পরিষেবায় ইতি ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। স্ক্রিন শটটি এক্সে (পূর্বতন টুইটার),টিকটকে কয়েক হাজারবার শেয়ার করা হয়। তাতে দাবি করা হয় এআই টুল জেমিনির জন্য গুগলকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এআইয়ের ইমেজ টুলে বর্ণ বিদ্বেষের ইন্ধন জোগানো নাৎসি সেনার ছবি দেওয়ার পরই বিতর্ক শুরু হয়। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ওই স্ক্রিন শটে পাঠানো ইমেলে। এ নিয়ে জল্পনার মধ্যেই গুগল ...

Sandeshkhali-Supreme Court-: মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনা উড়িয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তের আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। নিগৃহীতাদের তরফে আবেদনকারীর আর্জি খারিজের পরই আইনজীবী আবেদনটি প্রত্যাহার করে নেন। বিচারপতি নাগারত্ন ও বিচারপতি জর্জ মাসিহকে নিয়ে গড়া বেঞ্চ সন্দেশখালির সঙ্গে মণিপুরের হিংসার ঘটনার তুলনা টানায় আপত্তি প্রকাশ করে। তারা জানান এর আগে স্বতঃপ্রণোদিতভাবে হাইকোর্ট সন্দেশখালি নিয়ে মামলা গ্রহণ করায় বিষয়টি সেখানেই আবেদন করার যৌক্তিকতা রয়েছে। সেখানে তদন্তের মাধ্যমে নির্দেশ দিতে তারা পারবে। হাইকোর্ট নিজেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে উদ্যোগ নিয়েছে। সিট তদন্তের জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতার কথা স্বীকার করে নির্যাতিতাদের সুবিচার নিশ্চিত করার লক্ষ্যেই হাইকোর্টের বিষয়ে শীর্ষ আদালত জানিয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জবাবে হাইকোর্টের ওপর গোটা বিষয়টির বিচার করার জন্য আবেদন তুলে নেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট মণিপুর মডেলের প্রসঙ্গ টেনে বিভিন্ন রাজ্যের তিনজন অবসর প্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গড়ার প্রস্তাব দেয়। যে কমিটি সন্দেশখালি কাণ্ড নিয়ে অবাধ ও পক্ষপাতহীন তদন্তের ব্যাপারে উদ্যোগী হবে। নির্যাতিতাদের তরফে...

Sandeshkhali Update: সন্দেশখালি ধর্ষণকাণ্ডে পুলিশের জালে সেই শিবু হাজরা, তৃণমূল সরকারের ড্যামেজ কন্ট্রোলে ক্ষোভ প্রশমিত হবে কি

ছবি
দি বেঙ্গল নিউজরুম: সন্দেশখালি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই শনিবার ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে নিখোঁজ থাকার পর অভিযুক্ত ব্লক সভাপতি শিবুপ্রসাদ হাজরাকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় আরও এক তৃণমূল কংগ্রেসের সদস্যকেও গ্রেফতার করা হয়। সন্দেশখালির মহিলারা তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থার অভিযোগ করার পর থেকে নিখোঁজ ছিল শিবু। ধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে শেষপর্যন্ত তাকে গ্রেফতার করা হল। তার বিরুদ্ধে এফআইআরে ধর্ষণের বিভিন্ন ধারা আনা হয়েছে। রাজ্যজুড়ে সন্দেশখালি নিয়ে রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে, যে অশান্তির মধ্যমণি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের পদাধিকারী শেখ শাজাহান এখনও অধরা। রাজনৈতিক অশান্তির সেই আগুনকে প্রশমিত করতে ধর্ষণে অভিযুক্ত শেখ শাজাহানের সঙ্গী শিবু হাজরাকে গ্রেফতার করে ক্ষোভে প্রলেপ দিতে সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে বিরোধীদের বক্তব্য। বস্তুত সন্দেশখালি কাণ্ড নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি পরস্পরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানিয়ে চলেছে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করতে সন্দেশখালি গ্রামে বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদলকে আটকে দেয় পুলিশ। ...

Bird Flue: অন্ধ্রের নেল্লোরে বার্ড ফ্লুয়ের প্রকোপ, জারি করা হল সতর্কতা

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: অন্ধ্রপ্রদেশের নেল্লোরে বার্ড ফ্লু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার দুটি গ্রামে গত কয়েকদিনে বেশ কিছু মুর্গির মৃত্যুর পর বার্ড ফ্লুয়ের সংক্রমণের স্বীকার করেছে প্রশাসন। মৃত মুর্গির নমুনা পাঠানো হয়েছিল ভোপালের গবেষণাগারে, সেখানে পরীক্ষা করে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। জেলা শাসক হরিনারায়ণ পশুপালন বিভাগের কর্তা ব্যক্তিদের সঙ্গে এ নিয়ে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে বার্ড ফ্লু যাতে না ছড়ায় সে ব্যাপারে সমস্ত ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। যেখানে মুর্গিগুলির মৃত্যু হয়েছিল, সেই পোডালাকুর মণ্ডলের চাতাগুটলা এবং কোভুর মণ্ডলের গুমাল্লাডিব্বারের এক এক কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত মুর্গির দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কর্তাদের সমস্ত মৃত মুর্গির দেহ পোড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতা বাড়ানোর জন্য গ্রামসভা করারও কথা জানিয়েছেন জেলাশাসক। তবে গ্রামবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান স্বাস্থ্য দফতর পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে। সা...

Joe Biden On Indian Students: আমেরিকায় পরপর ভারতীয় ছাত্রের মৃত্যু, পদক্ষেপ নিচ্ছেন জো বাইডেন

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: ভারতীয়-মার্কিন ছাত্রদের ওপর হামলা রুখতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। যে ভাবেই হোক হামলা রুখবেন তিনি। হোয়াইট হাউস এমনই বার্তা দিয়েছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন জায়গায় একের পর এক ভারতীয় ও ভারতীয়-মার্কিন ছাত্রদের ওপর হামলা. খুনের ঘটনায় আশঙ্কা তৈরি হয়েছে। সেই উদ্বেগের রেশ থাকতে থাকতেই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পর্ষদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কার্বি এই ঘোষণা করেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, হিংসার কোনও জায়গা নেই এ দেশে। জাতিবর্ণ বা লিঙ্গ,ধর্ম বা অন্য যেকোনও বিষয়ে হিংসাকে জায়গা দেওয়া হবে না। আমেরিকায় এসব কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রেসিডেন্ট বাইডেন ও প্রশাসন এই ধরণের হামলা যাতে আগামীদিনে আর না হয়, সেজন্য কঠোর পরিশ্রম করছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এর মোকাবিলা করা হবে। সাম্প্রতিক সময়ে লিথোনিয়ায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে আংশিক সময়ের জন্য কর্মরত এক ছাত্র বিবেক সাইনি মাদকাসক্তের হামলায় প্রাণ হারান। এমাসে ইন্ডিয়ানা ওয়েসেলিয়ান বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্র সঈদ মজাহির আলির ওপর হামলা চালায় দুষ্ক...

Electoral Bond: সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল ইলেকটোরাল বন্ড, সব চেয়ে ক্ষতিগ্রস্ত হতে চলেছে কোন রাজনৈতিক দল?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: মাস কয়েক বাকি লোকসভা নির্বাচন। তার আগেই ইলেকটোরাল বন্ড নিয়ে রীতিমতো বোমা ফাটাল দেশের শীর্ষ আদালত। এদিন প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গড়া পাঁচ বিচারপতিকে নিয়ে বেঞ্চ ঘোষণা করল ইলেক্টোরাল বন্ড পুরোপুরি অসাংবিধানিক। আদালত ইলেকটোরাল বন্ডকে বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে এই ধরণের প্রকল্প নাগরিকদের মৌলিক তথ্যাধিকার লঙ্ঘন করছে। শীর্ষ আদালতের এ ধরণের পর্যবেক্ষণে সব থেকে বেশি আঘাত নেমে এসেছে শাসক দল বিজেপির ওপর। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট অনুদানের ৬০ শতাংশ তারাই পেয়েছে। ইলেকটোরাল বন্ডগুলি বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে পরিচয় গোপন রেখে রাজনৈতিক দলগুলিকে আর্থিক সহায়তা করার একটি উপায়। ২০১৮ সালে এই বন্ড চালু করে বিজেপি সরকার। নগদ অনুদানের বদলে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আর্থিক অনুদান পেয়ে থাকে রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক তহবিলের স্বচ্ছতা আনতেই ইলেকটোরাল বন্ড চালু করা হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ষোল হাজার চারশো সাইত্রিশ কোটি তেষট্টি লক্ষ ইলেকটোরাল বন্ড বিক্রি করা হয়েছে। এই বন...

Saraswati Idol Controversy: সরস্বতী মূর্তিকে “অশালীন” পোশাক পরানো নিয়ে ধুন্ধুমার ত্রিপুরার সরকারি কলেজে

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: চিরাচরিত শাড়ি না পরিয়ে সরস্বতী পুজোর করার অভিযোগে প্রতিবাদ-বিক্ষোভে তুলকালাম কাণ্ড ঘটল ত্রিপুরার সরকারি কলেজে। প্রতিবাদ কলেজে অশান্তির ফলে পণ্ড হল পুজো। বিক্ষোভ দেখালেন এবিভিপির সমর্থকরা। তারপরই সামিল হলেন বজরং দলের সমর্থকরা। পড়ুয়াদের তৈরি করা সরস্বতী মূর্তিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সূত্রপাত হয় অশান্তির। মূর্তিটিতে কেন চিরাচরিত শাড়ি পরানো হয়নি, এমন প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়ে গেরুয়া দলের ছাত্র সংগঠন। মূর্তিটিতে চিরাচরিত শাড়ি না পরানোয় তা অশালীনতা প্রশ্রয় দেওয়া হয়েছে, এনিয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবাদে নামে এবিভিপি সদস্যরা। পরে তা যোগ দেন বজরং দলের সদস্য-সমর্থকরা। ত্রিপুরার এবিভিপি ইউনিটের সাধারণ সম্পাদক দিবাকর আচার্যের নেতৃত্বে প্রতিবাদ-বিক্ষোভে সামিল হন গেরুয়া দলের ছাত্র সংগঠনের সদস্য-সমর্থকরা। তাঁর মতে, দেবী সরস্বতী সম্পর্কে বিভ্রান্তিমূলক উপস্থাপনা করা হয়েছে। প্রতিবাদকারীদের চাপে মূর্তিটিকে মণ্ডপের পেছনে প্লাস্টিকের চাদর দিয়ে ঢেকে রাখতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এবিভিপি এই ঘটনায় মুখ্যমন্ত্রী মানিক সাহার হস্তক্ষেপের অনুরোধ জানান। একইসঙ্...

Indian Couple Dead In USA: ক্যালিফোর্নিয়ায় নিজেদের ম্যানসনে স্ত্রী, যমজ সন্তান-সহ ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা, ধন্দে পুলিশ

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: মর্মান্তিক! ক্যালিফোর্নিয়ায় নিজেদের বিলাসবহুল ম্যানসনে মৃত অবস্থায় দেখা মিলল ভারতীয় বংশোদ্ভূত এক প্রবাসী ভারতীয়, তাঁর স্ত্রী এবং চার বছরের দুই যমজ সন্তানের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাদের ধারণা, এটি খুন-আত্মহত্যার ঘটনা হতে পারে। তাঁদের যে বিলাসবহুল ম্যানসনে ওই ভারতীয় বংশোদ্ভূত, তাঁর স্ত্রী ও যমজ সন্তানদের দেহ পাওয়া গিয়েছে, সেই ম্যানসনটির দাম ২.১ মিলিয়ন মার্কিন ডলার। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত বেয়াল্লিশ বছরের ভারতীয় বংশোদ্ভূতের নাম আনন্দ সুজিত হেনরি, স্ত্রীর নাম অ্যালিস প্রিয়াঙ্কা ও তাঁদের চার বছরের দুই যমজ সন্তান নোয়া এবং নেইথান। মঙ্গলবার সকালে শিশু সন্তানরা কেমন আছে, সে ব্যাপারে রুটিন দেখাশোনা করার সময় ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর স্ত্রী এবং যমজ সন্তানদের মৃত অবস্থায় ম্যানসনে পড়ে থাকতে দেখে। সান মাতেও পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে বেডরুমে যমজ দুটি শিশুকে মরে পড়ে থাকতে দেখা যায়। বাথরুমের ভেতর স্বামী-স্ত্রীর দেহ গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। গত ন বছর ধরে কেরলের এই দম্পতি আমেরিকায় বাস করছিলেন। দু বছর আগে তাঁরা নিউ জার্সি থেকে ম্যানসন কিন...

Farmers Protest: ড্রোন থেকে কাঁদানে গ্যাস, কৃষকদের দিল্লি অভিযান রুখতে পুলিশের মারমুখি পদক্ষেপ, কী বললেন মমতা

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: দিল্লি চলো। পঞ্জাব ও হরিয়ানার মধ্যে শম্ভু বর্ডার পয়েন্টে টিয়ারগ্যাস,জলকামান ছুড়ে আগুয়ান কৃষকদের আটকাতে মরিয়া চেষ্টা প্রশাসনের। যার জবাবে পাথর ছুড়ে পুলিশকে রীতিমতো ব্যতিব্যস্ত করে তুললেন দিল্লি চলো অভিযানকারী কৃষকরা। টিয়ার গ্যাসের ধোঁয়ায় চতুর্দিক ঢেকে গিয়েছে আর তার মধ্যেই ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছেন প্রতিবাদী কৃষকরা। মোটামুটি এমনই অশান্ত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার চলল কৃষকদের দিল্লি চলো অভিযান। এদিন সকালে প্রায় দুশোটি কৃষক ইউনিয়ন ও হরিয়ানা, পঞ্জাব ও উত্তরপ্রদেশের লাখ খানেক কৃষক অভিযান শুরু করেন দিল্লির দিকে। যে ঘটনা ২০২১ সালের প্রতিবাদের স্মৃতি ফিরিয়ে এনেছে। ওই প্রতিবাদে কয়েক ডজন কৃষকের মৃত্যু হয়েছিল এবং শহর বিচ্ছিন্ন ছিল মাসের পর মাস। ভিডিওয় দেখা গিয়েছে প্রচণ্ড ধোঁয়ায় কোনওকিছুই দেখা একরকম অসম্ভব হয়ে রয়েছে এবং শয়ে শয়ে কৃষক ও তাঁদের সমর্থকরা, সেইসঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা টিয়ার গ্যাস ফাটার শব্দে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। দুপুরে দিল্লির দিকে রওনা দেওয়ার পরেই কৃষকদের প্রতিবাদ অভিযান আটকাতে প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। তারপরই অশান্ত হয়ে ওঠে চারপাশ...

Teacher Sacked For Alleged Comment: মহাভারত,রামায়ণ কাল্পনিক কাহিনি, মন্তব্য করায় বহিষ্কৃত শিক্ষিকা!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: পড়ুয়াদের তিনি বলেছিলেন মহাভারত এবং রামায়ণ কল্পনাপ্রসূত কাহিনি। তাঁর এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিজেপি বিধায়কের সমর্থকরা প্রতিবাদে ফেটে পড়ে। প্রতিবাদ, অশান্তির জেরে ওই শিক্ষিকাকে বহিষ্কার করল স্কুল। ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত কর্ণাটকে। সেখানে উপকূল শহর সেন্ট গেরোসা ইংলিশ এইচআর প্রাইমারি স্কুলের শিক্ষিকা শুধু মহাভারত-রামায়ণের বিরুদ্ধেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে বিজেপির অভিযোগ। বিজেপির বিধায়কের সমর্থকরা অভিযোগ করেন ওই শিক্ষিকা ২০০২ গোধরা দাঙ্গা ও বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে মেদীর বিরুদ্ধে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন। তাদের অভিযোগ শিশুদের মনে ওই শিক্ষিকা বিদ্বেষের বিষ ঢোকানোর চেষ্টা করেছেন। এক প্রতিবাদে শনিবার বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখায় এবং সোমবার তাদের সঙ্গে সামিল হন বিজেপি বিধায়ক। তিনি অবিলম্বে শিক্ষিকার সাসপেনশন দাবি করেন। বিধায়ক বলেন যদি এই ধরণের শিক্ষিকাকে সমর্থন করেন, তাহলে সবার মানসিকতা তলানিতে এসে পৌঁছবে। তাঁকে কেন স্কুলে রাখা হচ্ছে? যে যিশুর উপাসনা তাঁরা করেন,সেই যিশুই শান্তি চেয়েছিলেন। হিন্দু মেয়...

Smriti Irani Slams Mamata: সন্দেশখালিতে হিন্দু বিবাহিতা মহিলাদের ওপর যৌন নির্যাতন, চুপ থাকবে না কেন্দ্র, জানিয়ে দিলেন স্মৃতি ইরানি

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: সন্দেশখালি কাণ্ডে কেন্দ্রীয় সরকার নীরব দর্শক থাকবে না। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এমনই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। শাসক তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালির বাসিন্দা মহিলাদের অভিযোগ তুলে ধরে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, ওখানে তরুণী হিন্দু মহিলারা তৃণমূল কংগ্রেসের গুণ্ডাদের নিশানা হচ্ছেন। বেশকিছুদিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের ঝড় উঠলেও এখনও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তার বিপুল বৈভব নিয়ে প্রশ্নের পর প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে সেখানে মহিলাদের অভিযোগের পর গোটা রাজ্য জুড়েই তোলপাড় শুরু হয়েছে। তাদের অভিযোগ সন্দেশখালির এক তৃণমূল নেতা মহিলাদের ওপর যৌন নির্যাতন করে চলেছে। অন্যদিকে বিঘের পর বিঘে জমি আত্মসাৎ করা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান এখন অধরা থাকায় প্রশ্নের মুখে রাজ্য সরকার। জমি আত্মসাতের পাশাপাশি পিডিএস কেলেঙ্কারির ঘটনায় তাকে খুঁজে বেড়াচ্ছে ইডি। সবমিলিয়ে সরগরম সন্দেশখালি। এদিনই সেখানে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেরল সফর কাঁটছা...

Mosquito Tornedo: আকাশে কোটি কোটি মশার ঝাঁক, মশার ভয়ঙ্কর টর্নেডোয় দিশেহারা পুণের মানুষ!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: ঝাঁকে ঝাঁকে মশার টর্নেডো! নদীর ওপরে ঝাঁকে ঝাঁকে কোটি কোটি মশার ঝাঁক। নদীর ওপর থেকে তারা উঠে আসছে। উড়ে চলেছে আকাশে। পুণের মুথা নদীর ওপরে এমন অস্বাভাবিক দৃশ্য ভিডিও বন্দি করা হয়েছে। মুণ্ডাওয়াধা, কেশবনগর,খারাডি এলাকায় আকাশে আচমকা লক্ষ লক্ষ মশার ঝাঁক ঘিরে তীব্র আলোড়ন দেখা দিয়েছে। লক্ষ লক্ষ মশার ঝাঁক গোটা আকাশের দখল নিয়েছে। এমন অদ্ভুতুরে ঘটনায় আতঙ্কে দিশেহারা শহরের মানুষ। তাঁদের অভিযোগ মশাদের অভাবনীয় উৎপাতে তাঁরা ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন। মশাদের তাণ্ডবে যাঁরা বিলাসবহুল বহুতলের বাসিন্দা তাঁরা ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। কোনওভাবেই স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। এমনকী বারান্দার জানালা-দরজা খোলা কোনওভাবেই সম্ভব হচ্ছে না। বাগান, পার্কেও ছেলেমেয়েরা বেরোতে পারছে না। অনেক বাসিন্দা তাঁদের উদ্বেগের কথা জানাতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছেন। পুর নিগম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। অনেকেই জানিয়েছেন মশার এমন বাড়বাড়ন্তে একাধিক রোগের আশঙ্কা তৈরি হয়েছে। এরফলে ম্যালেরিয়া, ডেঙ্গি, এমনকী চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার ভয়ে রয়েছেন তাঁরা। মশাদের এ...

Electoral Bond: ২২-২৩ অর্থবর্ষে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপির সংগ্রহ ১৩০০ কোটি টাকা

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: ২০২২-২০২৩ আর্থিক বর্ষে ইলেকট্রোরাল বণ্ডের মাধ্যমে বিজেপির তহবিলে জমা পড়েছে তেরো শ কোটি টাকা, যা ওই একই আর্থিক বর্ষে কংগ্রেসের সংগ্রহের তুলনায় সাতগুণ। ২২-২৩ সালের আর্থিক বর্ষে বিজেপির মোট সংগ্রহের অঙ্ক ২১২০ কোটি,যার মধ্যে ৬১ শতাংশ সংগ্রহ হয়েছে ইলেকটোরাল বণ্ডের মাধ্যমে বলে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া দলের অডিটেড রিপোর্ট থেকে জানা গিয়েছে। ২০২১-২০২২ সালে দলের মোট সংগ্রহের অঙ্ক ছিল ১৭৭৫ কোটি টাকা। ওই দুবছরে বিজেপির মোট সংগ্রহের অঙ্ক ছিল ২৩৬০ কোটি ৮০ লক্ষ টাকা। ২০২২-২০২৩ সালে গেরুয়া দল ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সংগ্রহ করেছিল ১৩০০ কোটি টাকা। ওই একই সময়ে কংগ্রেসের সংগ্রহের সাত গুণ বলে জানা গিয়েছে। ২০২১-২০২২ সালের আর্থিক বর্ষের তুলনায় কংগ্রেসের সংগ্রহের অঙ্ক কমে গিয়ে ২৩৬ কোটি টাকা থেকে ১৭১ কোটি টাকায় নেমে গিয়েছে। বিজেপি এবং কংগ্রেস স্বীকৃত রাজনৈতিক দল। অন্যদিকে স্বীকৃত রাজ্যস্তরের দল সমাজবাদী পার্টি ২০২১-২০২২ সালের আর্থিক বর্ষে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পেয়েছে তিন কোটি কুড়ি লক্ষ টাকা। ২০২২-২৩ সালে তারা ইলেকটোরাল বন্ড থেকে কোনও টাকা পায়নি। আরেকটি স্...

Amit Shah On CAA: লোকসভা ভোটের আগেই চালু হবে নাগরিকত্ব আইন, বলে দিলেন অমিত শাহ, আর কি বললেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: চব্বিশের লোকসভা ভোটের আগে দেশে সিএএ চালু করা হবে। শনিবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই তাঁর দাবি, লোকসভা ভোটে বিজেপি ৩৭০টি এবং এনডিএ ৪০০ আসন পাবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ জোর দিয়ে বলেন লোকসভা ভোটের ফল নিয়ে কোনও সন্দেহের কারণ নেই। এমনকী কংগ্রেস এবং বিরোধী দলগুলিও বুঝতে পেরেছে তাদের আবার বিরোধীদের আসনে বসতে হবে। ইকনোমিকস গ্লোবাল বিজনেস সামিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া আর্টিকেল ৩৭০ বাতিল করেছে। কাজেই তাঁরা বিশ্বাস করেন দেশের মানুষ তাঁদের ওপর আস্থা রেখে বিজেপিকে ৩৭০টি আসন এনে দেবে এবং এনডিএ-কে ৪০০টি আসনে জয়ী করবে। জয়ন্ত চৌধুরীর নেতৃত্বাধীন আরএলডি, শিরোমণি অকালি দল ও আরও কিছু দলের এনডিএ-তে যোগদানের সম্ভাবনা নিয়ে শাহের কাছে জানতে চাওয়া হয়। জবাবে আরও কিছু দলের যোগদানের সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিজেপি পরিবার পরিকল্পনায় বিশ্বাস করে কিন্তু রাজনীতিতে নয়। শাহ জানান,২০২৪ সালের লোকসভ...

Indian Killed In US: ফের আমেরিকা, এবার ওয়াশিংটনে খুন ভারতীয়!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের পরপর খুন,মৃত্যুর মধ্যেই ফের খুনের ঘটনা ঘটল আমেরিকায়। ওয়াশিংটনে রেস্তোরাঁর বাইরে একদল অজ্ঞাত পরিচয়ের হামলায় প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক এগজিকিউটিভ। রেস্তোরাঁর বাইরে তাঁকে গুরুতর জখম বিবেক তানেজাকে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, বিবেক তানেজা এবং দুই সন্দেহভাজন ফেব্রুয়ারির দু তারিখে ওয়াশিংটনের টু সিস্টার জাপানিজ রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি শুরু হয়। মারধরে ফুটপাথে ছিটকে পড়েন বছর একচল্লিশের বিবেক। তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। তারপরই মৃত্যু হয়। তবে কীকারণে দু পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল তা অবশ্য পুলিশ জানায়নি। পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় ফুটপাথে পড়ে থাকতে দেখে তাঁকে। তারপর দ্রুত বিবেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে বিবেকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখে হত্যাকারীর খোঁজ চালানো হচ্ছে। তবে এখনও তার হদিশ পাওয়া যায়নি। তার খোঁজ দিতে পারলে পঁচিশ হাজার...

Valentine Week: প্রেমের জোয়ার, ভ্যালেন্টাইন সপ্তাহে প্রতি মিনিটে ২৫১টা গোলাপের অর্ডার!

ছবি
দি বেঙ্গল নিউজরুম: ফেব্রুয়ারির সাত তারিখে শুরু হয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। প্রেমিক তাদের প্রেমাস্পদকে প্রিয় গোলাপ উপহার দিয়ে তাদের ভালোবাসার বার্তা জানিয়ে থাকে। ভালোবাসার প্রতীক গোলাপ দিয়ে প্রেম জানাতে বিক্রি বেড়েছে হু হু করে। এবছর রোজ ডে কীভাবে প্রেমিক- প্রেমিকারা পালন করছেন, তার একটা হিসেবে দিয়েছে সুইগি ইন্সটামার্ট। তারা জানিয়েছে গোলাপেরা এখন তাক থেকে উড়ে উড়ে বেড়াচ্ছে। প্রেমের ফুলের প্রচণ্ড চাহিদার ইঙ্গিত দিয়ে ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপের আকাশছোঁয়া বিক্রির কথা জানিয়েছে সুইগি ইনস্টামার্ট। বুধবার এক্সে সুইগির ফুট মার্কেট প্লেসের সিইও রোহিত কাপুর জানিয়েছেন তাদের ডেলিভারি অ্যাপে পর্যাপ্ত গোলাপ মজুত রাখা হয়েছে,যাতে কখনও কোনও গ্রাহক গোলাপ থেকে বঞ্চিত না হন। সিইও জানান ২০২৩ সাল থেকে ভালোবাসার এমন মরশুমের গোলাপের চাহিদার কথা মাথায় রেখে এবার টাটকা গোলাপ মজুত করা হয়েছে ১৫ পনেরো লক্ষ। প্রেমের বিশেষদিনে কত গোলাপ বিক্রির অর্ডার ক্রেতারা দিয়ে থাকেন, সেসম্পর্কে সুইগি ইনস্টামার্ট জানিয়েছে দেশ জুড়ে প্রতিমিনিটে ২৫১টি গোলাপের অর্ডার দিয়েছেন প্রিয় গোলাপের। এক্সে বিকেলের পো...

Uttarakhand Violence: বেআইনি মাদ্রাসা,মসজিদ ভাঙাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ উত্তরাখণ্ড, নিহত চার, দেখামাত্র গুলির নির্দেশ

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: বেআইনি মাদ্রাসা ও পার্শ্ববর্তী মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তরাখণ্ডের হলদিয়ানি। হিংসাত্মক ঘটনায় মৃত্যু হল চারজনের। জখম আড়াইশোরও বেশি। বৃহস্পতিবারের হিংসার ঘটনার পর শহরে জারি করা হয়েছে কারফিউ এবং জারি করা হয়েছে দাঙ্গাকারীদের দেখামাত্র গুলির নির্দেশ। পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। হিংসার ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল। অশান্তি শুরু হয় আদালতের সরকারি নির্দেশ অনুযায়ী প্রশাসনিক অফিসাররা পুলিশের উপস্থিতিতে কাঠামো ভাঙার চেষ্টা করলে। প্রশাসনের মতে ওই মাদ্রাসা ও সংলগ্ন মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। সেইমতো সেগুলি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়। মাদ্রাসা ও মসজিদ ভাঙার চেষ্টা করা হলে বিশাল সংখ্যক মানুষের প্রতিরোধ শুরু হয়। সংঘর্ষে জনা পঞ্চাশেকেরও বেশি পুলিশ-সহ একাধিক প্রশাসনিক অফিসার, মিউনিসিপাল কর্মী,সাংবাদিকরাও জখম হন। হিংসাত্মক ঘটনায় উত্তেজিত জনতাকে সামাল দিতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। উত্তেজিত জনতা থানার বাইরে থাকা গাড়িতে আগুন ধরানোর পরই পরিস্থিতি চরমে ওঠে। মাদ্রাসা ও মসজিদ ভাঙার অভিযানে বিশাল সংখ্যক পুল...

Facebook Live Murder: মহারাষ্ট্রে ফেসবুক লাইভ চলাকালীন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতার ছেলেকে গুলি করে খুন, আত্মঘাতী খুনিও

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: শ্বাসরোধকারী ক্রাইম থ্রিলারকেও হার মানায়! ফেসবুক লাইভ চলাকালীন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতার ছেলেকে গুলি করে খুন করল হত্যাকারী। খুন করার পর সে নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হয়। অভিষেক ঘোসালকার নামে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতার সঙ্গে ফেসবুক লাইভে অংশ নিয়েছিল হত্যাকারী। ঠাকরে গোষ্ঠীর নেতাকে গুলি করার পর নাটকীয়ভাবে পিস্তল নিজের দিকে তাক করে গুলি চালায় সে। ফেসবুক লাইভে গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। গুলিতে দুজনেই মারা গিয়েছে। রোমহর্ষক ঘটনাটি ঘটেছে দহিসর এলাকার এমএইচবি কলোনি থানার অধীনে। মৃত অভিষেক শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রাক্তন কাউন্সিলর। হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে মউরিস নোরোনহা, যা মউরিস ভাই নামে পরিচিত, সেখানে। জানা গিয়েছে সম্প্রতি দুজনের মধ্যে মন কষাকষি মিটে গিয়ে সুসম্পর্ক গড়ে ওঠে। হত্যাকারীর অফিসে আসার জন্য উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতার ছেলেকে আমন্ত্রণ জানানো হয়। একটি অনুষ্ঠানের ফেসবুক লাইভ করার কথা জানানো হয়। তবে গুলি চালানোর কারণ বা উদ্দেশ্য জানা যায়নি। এই ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন মন্ত্রী ও উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে জানান, তিনি খবর পে...

Vande Bharat Incident: বন্দে ভারতের খাবারে মরা আরশোলা, ক্ষমা চাইল রেল

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: খাবারের অর্ডার দিয়েছিলেন যাত্রী। খাবার আসতে তা খেতে গিয়ে যা দেখলেন তা দেখে শিউরে উঠলেন তিনি। দেখলেন খাবারে রয়েছে মরা আরশোলা! যা দেখে শিউরে ওঠার পাশে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ঘটনাটি ঘটেছে বন্দে ভারত এক্সপ্রেসে। এরপর জবলপুর স্টেশনে নেমে তিনি অভিযোগ জানান ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের কাছে। তিনদিন পর ঘটনাটির কথা এক্সে লিখে বন্দে ভারতের খাবার নিয়ে লেখেন তিনি। তার জবাবে ওই যাত্রীর কাছে দুঃখপ্রকাশ করে রেল। এক্সে মরা আরশোলাসুদ্ধ খাবারের ছবি শেয়ার করে শুভেন্দু কেশরী নামে ওই যাত্রী লিখেছেন, আমি পয়লা ফেব্রুয়ারি বন্ধে ভারত এক্সপ্রেসে যাচ্ছিলাম। আমাকে যে খাবারের প্যাকেটটা দেওয়া হয় তাতে দেখি একটি মরা আরশোলা রয়েছে। তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এরপর জবলপুরে ছবি-সহ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েকে অভিযোগ জানাই। সাক্ষী হিসেবে আমি সহযাত্রী রাজেশ শ্রীবাস্তবেরও নাম জানাই। ছবিতে স্পষ্ট দেখা যায় যে নিরামিষ থালির অর্ডার দেওয়া হয়েছিল, তার মধ্যে মরা আরশোলা রয়েছে। অভিযোগ জানানোর পর সেটি ভাইরাল হওয়ার পর আইআরসিটিসি জবাবে জানায় ওই যাত্রীর কাছে তারা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে। বিষয়টি...

Modi Targets Congress: চল্লিশটি আসন নিয়ে মমতার চ্যালেঞ্জ, কংগ্রেসকে খোঁচা মোদীর

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: মাস দুয়েকও বাকি নেই লোকসভা ভোটের। তার আগে বিজেপি ৩৭০টি আসন পাবে বলে সংসদে উচ্চস্বরে ঘোষণার পরেই কংগ্রেসকে নিশানা করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে কংগ্রেস কটি আসন পাবে, তা নিয়ে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জকে অস্ত্র করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে মমতা রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন লোকসভা ভোটে কংগ্রেস চল্লিশটি আসন পাবে কিনা,তা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ আছে। ইন্ডিয়া জোট শরিকদের সেই আকচা আকচিকে সামনে এনে বুধবার মোদী কংগ্রেসকে রীতিমতো শান্ত্বনার সুরে বলেন, প্রার্থনা করি তারা যেন চল্লিশটা আসন বাঁচিয়ে রাখতে পারে। রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর ধন্যবাদজ্ঞাপন ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, চ্যালেঞ্জটা এসেছে পশ্চিমবঙ্গ থেকেই। সেখান থেকেই বলা হয়েছে লোকসভা ভোটে কংগ্রেস চল্লিশটি আসন পায় কিনা, সন্দেহ। মোদীর ভাষণের সময় বিজেপির সাংসদেরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান। লোকসভা ভোটের আগে কংগ্রেস ও ইন্ডিয়া ব্লকের মধ্যে সম্পর্ক আসন রফার প্রশ্নে প্রায় ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। গত সপ্তাহে সেই তিক্ততার রেশের মধ্যেই কংগ্রেসের রাজনৈতিক ...

Monkey Fever: কর্ণাটকে মাঙ্কি ফিভারের প্রাদুর্ভাব, মৃত তরুণী-সহ দুই, সতর্কতা কেরলেও

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: গোটা কর্ণাটক জুড়ে ছড়িয়ে পড়েছে মাঙ্কি ফিভার বা কায়াসানুর ফরেস্ট ডিজিজ। সম্প্রতি এই রোগের প্রাদুর্ভাবের জেরে কেরলের ওয়েনাড জেলায় সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্যদফতর। জানুয়ারির এক তারিখ থেকে কর্ণাটকে ৪৯জনকে মাঙ্কি ফিভারে আক্রান্তের কথা জানা গিয়েছে। জেলার মেডিকেল অফিসার পি দীনেশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কর্ণাটকে রোগের প্রাদুর্ভাব বাড়ায় সীমান্ত ঘেঁষা কেরলে জেলার মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রশাসন। কর্ণাটকে দুজনের মৃত্যুর খবর জানা গিয়েছে। কর্ণাটকে মৃতদের একজন ৭৯জন ও অন্যজন ১৮ বছর বয়সি এক তরুণী। ফিভার একটি ভাইরাল হেমোরোজিক ফিভার। এর কারণ ফ্লাভিভাইরাস জেনাস বলে জানা গিয়েছে। সংক্রমিত পোকার কামড়ে এই রোগ হয়। জঙ্গলে যেখানে বানর,লাঙ্গুর ও বুনো পশুদের দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রধানত লাঙ্গুর থেকে এই রোগের সম্ভাবনা প্রবল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে বানররা যে খাবার খায়, সেখান থেকে সংক্রমণ ঘটে থাকে। হেমাফিসালিস জেনাস থেকে সংক্রমণ ঘটে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

US Student: আমাকে বাঁচান, ভিডিওয় করুণ আর্তি আমেরিকার শিকাগোয় রক্তাক্ত ভারতীয় ছাত্রের

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: কপাল,মাথা থেকে ঝরঝর করে ঝরছে রক্ত। ভিডিওয় দেখা যাচ্ছে ভারতীয় ছাত্রটি সাহায্যের জন্য আর্তি জানিয়ে চলেছে। আমেরিকার শিকাগোয় ডাকাতদের হাতে বেধড়ক মার খাওয়া ছাত্রটির ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছেন সবাই। ঘটনার জেরে আতঙ্কিত পরিবারের সবাই আমেরিকা ছেড়ে সোজা চলে এসেছেন হায়দ্রাবাদে। ছাত্রটির পরিবার আবেদন জানিয়েছে তার স্ত্রীকে আমেরিকায় গিয়ে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় দেখা গিয়েছে সঈদ মাজাহির আলি নামে ভারতীয় ওই ছাত্রটি রক্তাক্ত অবস্থায় সাহায্যের জন্য কাতরভাবে আর্জি জানাচ্ছে। নিগ্রহের শিকার ছাত্রটির স্ত্রী সঈদা রকুলিয়া তার স্বামীর উপযুক্ত চিকিৎসার জন্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন। রকুলিয়া লিখেছে, সে শিকাগোয় তার স্বামীর নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। সে বিদেশমন্ত্রীকে জানিয়েছে তিনি যেন তার স্বামীকে সেরা চিকিৎসার ব্যবস্থা করেন। সম্ভব হলে তিনি যেন তাকে আমেরিকায় গিয়ে তিনটি নাবালক সন্তানকে নিয়ে দেখার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্...

Uniform Civil Code: আইনি স্বীকৃতি পেতে চলেছে লিভ-ইন সম্পর্ক,উত্তরাখণ্ড বিধানসভায় পেশ হল বিল

ছবি
এ বেঙ্গলি নিউজরুম: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে যাঁরা লিভ-ইন করছেন বা সম্পর্কে যাওয়ার পরিকল্পনা করছেন, জেলা প্রশাসনের দফতরে তাঁদের অবশ্যই নথিভুক্ত করতে হবে। তবে যাঁরা একুশ বছরের নীচে থাকা মেয়ে বা পুরুষদের অবশ্যই অভিভাবকদের সম্মতি নিতে হবে। উত্তরাখণ্ডে এমন আইন চালু হলে এমনই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। রাজ্যের বাইরে থাকা উত্তরাখণ্ডের যেকোনও বাসিন্দার ক্ষেত্রে এ ধরণের সম্পর্কে নথিভুক্ত বাধ্যতামূলক। তবে যদি দুজনের মধ্যে একজন বিবাহিত বা অন্য সম্পর্কে জড়িত বা জোর করে সম্মতি বা প্রতারণা করে একসঙ্গে বাস করছেন, সেসব ক্ষেত্রে সাধারণ মানুষের নীতি ও নৈতিকতার পরিপন্থী, সেসব সম্পর্ক নথিভুক্ত করা যাবে না। এক প্রবীণ প্রশাসনিক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন লিভ-ইন সম্পর্কের বিশদ বিবরণ গ্রহণ করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যা জেলা রেজিস্ট্রার যাচাই করবেন। সম্পর্কের বৈধতা প্রতিষ্ঠা করতে তিনি সামারি এনকোয়ারি করবেন। কাজ করতে তিনি দুপক্ষকে বা যে কারোকে তলব করতে পারবেন। নথিভুক্তিকরণ প্রত্যাখ্যাত হলে রেজিস্ট্রার, কেন তা প্রত্যাখ্যান করা হল তার কারণ লিখিতভাবে জানিয়ে দেবেন। নথিভুক্তকরণ...

Sonia Congress Candidate: তেলঙ্গানা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন সোনিয়া গান্ধী? কি বলছে কংগ্রেস

ছবি
উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কা ও রাজ্যের রাজস্বমন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডিকে সঙ্গে নিয়ে সোনিয়ার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সোনিয়াকে জানান তাঁরা ভোটের আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিটি পূরণ করা হচ্ছে। ভোটের আগে যে ছটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাদের মধ্যে সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত এবং গরিবদের জন্য দশ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ইতিমধ্যেই চালু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানিয়েছেন রাজ্যবাসীকে পাঁচশো টাকায় গ্যাস সিলিন্ডার ও ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তেলঙ্গনা সরকার জাত গণনার সিদ্ধান্তও নিয়েছে। এ জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এর আগে ভারত জোড়ো ন্যায়যাত্রা চলাকালীন রাঁচিতে মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। রাহুলকে তিনি জানিয়ে দিয়েছিলেন ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি কার্যকর করা হচ্ছে। সোনিয়া যাতে তেলঙ্গনা থেকে লোকসভা ভোটে দাঁড়ান, তা দেখার জন্য রাহুলকে অনুরোধ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী।

Modi Slams Jawharlal, Indira: ভারতীয়দের শক্তিকে হেয় করেছেন ওঁরা, সংসদে জওহরলাল, ইন্দিরাকে কাঠগড়ায় তুললেন মোদী

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: কংগ্রেস কখনও ভারতের শক্তির ওপর আস্থা রাখেনি। তারা সবসময় নিজেদের শাসক মনে করেছে এবং দেশের মানুষকে হেয় করেছে। সোমবার সংসদে দাঁড়়িয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং প্রয়াত ইন্দিরা গান্ধীর ভাষণ উদ্ধৃত করে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসেদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর ধন্যবাদজ্ঞাপন করতে গিয়ে জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন। বক্তব্য রাখতে গিয়ে লালকেল্লায় জওহরলালের বক্তব্য উদ্ধৃত করে মোদী এদিন বলেন প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতীয়রা ইউরোপের মানুষ,জাপানি,চিনা, রাশিয়ান বা আমেরিকানদের মতো কঠোর পরিশ্রম করি না। তিনি বিশ্বাস করেন না তাঁরা জাদুবলে সমৃদ্ধ হয়েছেন। ওই দেশের মানুষ কঠোর পরিশ্রম ও সপ্রতিভতার গুণেই সমৃদ্ধ হয়েছেন। মোদী বলেন, লালকেল্লার ময়দানে ইন্দিরাজি বলেছিলেন দুর্ভাগ্যের কথা আমাদের অভ্যেস কোনও ভালো কাজ শেষের মুখে আত্মসন্তুষ্ট হওয়া। যখনই কোনও বাধা আসে, আমরা আশা ছেড়ে দিই। কখনও কখনও মনে হয়েছে গোটা দেশ হার স্বীকার করেছে। রীতিমতো শ্লেষ মিশিয়ে প্রধানমন্ত্রী বলেন, আ...

Islamic Preacher Arrested: ভাইরাল ঘৃণাভাষণের ভিডিও, মুম্বই থেকে গ্রেফতার ইসলামি ধর্মপ্রচারক

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগে ইসলামি ধর্মপ্রচারক মৌলানা মুফতি সলমন আজহারিকে মুম্বই থেকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতেই তাঁকে গুজরাতে নিয়ে যাওয়া হয়েছে। গত সপ্তাহে গুজরাতে ঘৃণাভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন সকালে তাঁকে নিজেদের হেফাজতে নেয় গুজরাতের সন্ত্রাস দমন শাখা এবং দুদিন ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে যায়। ইসলামি ধর্মপ্রচারককে গ্রেফতারের পর মুম্বইয়ের ঘাটকোপার থানায় নিয়ে আসার পর প্রতিবাদে মৌলবীর সমর্থকরা জমায়ত হয়ে রাস্তা অবরোধ করে। জুনাগড়ে যাওয়ার জন্য পুলিশ কনভয়ের যাতায়াতের রাস্তা করে দিতে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। গত ৩১ জানুয়ারি ওই ইসলামি ধর্মপ্রচারকের ঘৃণাভাষণের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠানের দাবি মৌলানা আজাহারির বক্তৃতা ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে এবং কারোকে প্ররোচিত করার উদ্দেশ্যে তিনি ওই ভাষণ দেননি। কে এই ইসলামি ধর্মপ্রচারক? নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া পরিচয় থেকে জানা গিয়েছে মৌলানা আজাহারি একজন সুন্নি রিসার্চ স্কলার ও মুম্বইয়ের মোটিভেশনাল স্পিকার। তিনি জামিয়া রিয়াজুল জুন্না, আল আমান এডুক...

BJP On Mamata:মুখের ভাষা মিষ্টি হোক, মমতার ছবিতে মধু মাখিয়ে মিছিল বিজেপির যুবকর্মীদের!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসম্মানজনক ভাষায় আক্রমণ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মধু মাখিয়ে পাল্টা জবাব দিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। উদ্দেশ্য মমতার মুখের ভাষা মিষ্টতা এনে বার্তা দিতেই এমন পদক্ষেপ বলে বিজেপি সূত্রের খবর। অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতায় গেরুয়া শিবিরের যুব সংগঠনের তরফে। বিজেপি কর্মীরা মিছিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় নিয়ে বাংলা ভাষার সমৃদ্ধির কথা মনে করিয়ে দিতে চেয়েছেন। পাল্টা বিজেপিকে জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আত্মসমীক্ষায় জোর দিতে বলে অভিযোগ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিজেপি নেতারা মমতার বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য করে থাকেন। প্রসঙ্গত, বাংলাকে মনরেগার তহবিলের টাকা দেওয়া নিয়ে ধরনামঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির যুবনেতা ইন্দ্রনীল খান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মোদীজি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, তাঁরা তার তীব্র নিন্দা করছেন। তাঁর এমন মন্তব্য বাংলার সংস্কৃতি,ঐতিহ্যের পরিপন্থী। তাঁর এই ...

Delhi Crime Branch Notice To Delhi CM: তাদের দলে যোগ দিলে কোনও সমস্যা হবে না, বিজেপির "টোপ" নিয়ে বিস্ফোরক কেজরিওয়াল

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: তাদের দলে যোগ দিলে কোনও সমস্যা আর হবে না। বিজেপি তাঁকে এমন অনুরোধ করেছিল। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁর দলের বিধায়কদের ভাঙানো নিয়ে বিতর্কের মধ্যে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিজেপি তাঁদের দলের বিধায়ক ভাঙানোর চেষ্টা করছে বলে যে অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী ও আপের মন্ত্রী অতিশি করেছেন, সে সম্পর্কে তথ্য চেয়ে নোটিস জারি করেছে। ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে তাঁরা যে বিবৃতি দিয়েছেন তা শাস্তিযোগ্য অপরাধের সামিল। তবে দিল্লির রোহিণীতে একটি স্কুল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির আক্রমণ প্রতিরোধের ইঙ্গিত দেন কেজরিওয়াল। তিনি স্পষ্টভাবে জানান, কোনওভাবেই বিজেপির চাপের কাছ মাথা নোয়াবেন না। আপের জাতীয় আহ্বায়ক জানান ওরা যা চায়, তাই তারা করতে পারে। কিন্তু তাদের চাপে তিনি কিছুতেই মাথা নীচু করবেন না। মোদী-শাহের দল তাঁকে বলেছে বিজেপিতে চলে আসুন। কোনওরকম সমস্যা হবে না। কিন্তু তা মোটেই হবে না। তিনি বিজেপিতে যোগ দেবেন না। তাঁর প্রশ্ন, তাঁরা এমনকী অপরাধ করেছেন যে তাঁদের ক্ষমা করার প্রয়ে...

Paytm Irregularities: পেটিএমে অনিয়ম, রিজার্ভ ব্যাঙ্কের নোটিসের পর ধস নামল শেয়ারে!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: প্রয়োজনীয় কাগজপত্র খুঁটিনাটি পরীক্ষা না করে পেটিএম ব্যাঙ্কের হাজার হাজার অ্যাকাউন্ট হওয়ায় সংস্থার ওপর কড়া নিয়ন্ত্রণ জারির সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল থাকা মানুষজন এমনটাই মনে করছেন। পেটিএমে কড়া নিয়ন্ত্রণে এটিই প্রধান বলে তাঁরা মনে করছেন। অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কেওয়াইসিও ঠিকমতো করা হয়নি। আর তা না করেই কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। তার ফলে বিশাল পরিমাণ টাকা নয়ছয়ের আশঙ্কা তৈরি করতে চলেছে পেটিএমে। এক হাজার ইউজারকে একই প্যানকার্ড তাঁদের অ্যাকাউন্টে ব্যবহার করতে দেখা গিয়েছে। ব্যাঙ্কের জমা দেওয়া ভেরিফিকেশনের সময় আরবিআই ও ব্যাঙ্কগুলির নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের আশঙ্কা কিছু অ্যাকাউন্ট অর্থ তছরূপে ব্যবহার করা হয়ে থাকতে পারে। বিষয়টি ইডিকে জানিয়ে আরবিআই তাদের পর্যবেক্ষণের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রীর অফিসকে জানিয়েছে। পেটিএম ব্যাঙ্কের কোনও বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মিললেই তদন্ত করবে ইডি। কোনও একটি গোষ্ঠীর মধ্যে বড় ধরণের লেনদেনের খবর জানানো হয়নি বলে সূত্রের খবর। যার ফলে উদ্বেগ বাড়ছে। পরিচালনার মান ...

Angry Central Minister: ভারত কি তাঁদের মা নয়? কেরলে ভারত মাতা কি জয় স্লোগান দিতে না চাওয়ায় কেন্দ্রীয়মন্ত্রীর কোপে মহিলা

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: ভারত মাতার নামে স্লোগান দিন। রুদ্ধদ্বার বৈঠকে কেন্দ্রীয়মন্ত্রী মিনাক্ষী লেখি বারবার বলার পরেও কোনও সাড়া মেলেনি। আর তাতে বিরক্ত হয়ে কেন্দ্রীয়মন্ত্রী মাইক হাতে নিয়ে কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে জিজ্ঞেস করে উঠলেন ভারত কি তাঁদের মা নন। বারবার বলার পরে এক মহিলা বৈঠক ছেড়ে বেরিয়েও গেলেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বামশাসিত কেরলে, যেখানে বৈঠকের আয়োজন করেছিল দক্ষিণ পন্থী একটি সংগঠন, সেখানে এমন ঘটনা ঘটে। ভারত মাতা কি জয় স্লোগান না দেওয়ায় বৈঠকে অংশগ্রহণকারীদের কড়া সমালোচনা করে মন্ত্রী। বৈঠকে বক্তব্য রাখছিলেন মিনাক্ষী। বক্তৃতা শেষ করার মুখে তিনি সবাইকে ভারত মাতা কি জয় বলে স্লোগান দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু কেউই তাঁর অনুরোধে সাড়া দেননি। যদিও মন্ত্রীর ধারণা ছিল সবাই ভারত মাতা কি জয় স্লোগান দেবেন। কিন্তু তা না ঘটায় ক্ষুব্ধ হয়ে শেষমেশ কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী প্রশ্ন ছুড়ে দেন ভারত কি তাঁদের মা নয়। তারপরই বলেন ভারত কি শুধু তাঁর মা। বাকিদের কি মা নয়? বলুন এনিয়ে কারো মনে কোনও সংশয় আছে কিনা। কোনও সন্দেহ নেই? তাহলে তাঁদের সেই উৎসাহের প্রকাশ হওয়া দরকার। এরপরও ভারত মাত...

Sita Smoking : রামলীলা নাটকে সিগারেট খাচ্ছেন সীতা, গ্রেফতার অধ্যাপক ও পাঁচ পড়ুয়া

ছবি
প্রতীকী ছবি দি বেঙ্গলি নিউজরুম: মঞ্চে রামলীলা নাটক চলছে জোরকদমে। শ্রোতা-দর্শকরা রামলীলা দেখছেন বিভোর হয়ে। এমন সময় দেখা গেল সীতা মুখে সিগারেট জ্বেলে দিব্ব্যি ধোঁয়া ওড়াচ্ছেন। মুখে আপত্তিকর কথা। আর যায় কোথা। রে রে করে উঠল রামভক্তের দল। ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, এমন অভিযোগ করে প্রতিবাদে সামিল হল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। অভিযোগ পেয়ে পুনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-সহ পাঁচজন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যেয় এবিভিপি ও পুনে বিশ্ববিদ্যালয়ের ললিতকলা বিভাগের ছাত্ররা সীতার চরিত্রে বেলেল্লাপনা নিয়ে তুলকালাম করে। রামলীলা নাটকটি মঞ্চের পেছনে থাকা অভিনতাদের নিয়ে মঞ্চস্থ করে ললিত কলা কেন্দ্র। এবিভিপির পদাধিকারী হর্ষবর্ধন হরপুডের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় ললিতকলা কেন্দ্রের প্রধান ড.প্রবীণ ঢোলে এবং ভবেশ পাতিল,জয় পেডনেকর, প্রথমেশ সাওয়ান্ত, ঋষিকেশ ডালভি ও যশ চিকলেকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা এফআইআরে জানানো হয়েছে সীতার ভূমিকায় অভিনয় করা পুরুষকে দেখা যায় সিগারেট খেতে ও অশালীন ভাষা ব্যবহার করছে। এফআইআরে জানানো হয়েছে এবিভিপির সদস্যরা নাটকটির প...

Poonam Pandey: আমি সার্ভিকাল ক্যানসারে মরিনি, মৃত্যু নিয়ে ইনস্টাগ্রামে পোস্টের পরদিনই জানালেন সেক্স বম্ব পুনম পাণ্ডে!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: তিনি সার্ভিকাল ক্যানসারে মারা যাননি। দিব্যি বেঁচে আছেন। ইনস্টাগ্রামে তাঁর ম্যানেজার মৃত্যুর খবর পোস্ট করার চব্বিশ ঘণ্টার ঠিক এ কথা জানালেন মডেল, রিয়েলিটি শো-তারকা পুনম পাণ্ডে। বিতর্কিত রিয়েলিটি তারকা জানিয়েছেন, আমি বেঁচে আছি। আমি সার্ভিকাল ক্যানসারে মারা যাইনি। দুর্ভাগ্যবশত,তিনি সার্ভিকাল ক্যানসারে মৃত্যু হওয়া হাজার হাজার মহিলাদের সম্পর্কে একই কথা বলতে পারছি না। আরেকটা পোস্টে তিনি লিখেছেন, এই দুঃখের জন্য দুঃখিত এবং দুঃখ দেওয়ার জন্য সত্যিই দুঃখিত। আমার ইচ্ছে সার্ভিকাল ক্যানসার নিয়ে তেমন যথেষ্ট কথা হয় না বলে সবাইকে একটু নাড়িয়ে দেওয়া। ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর খবর পোস্ট করার পর বিনোদন জগতে শোকের ছায়া নেমে আসে। অনেকেই খবরে অবিশ্বাস, সন্দেহ প্রকাশ করেন কারণ তিন দিন আগে তিন দিন আগে তাঁকে সবাই গোয়ায় একটি অনুষ্ঠানে দেখেছেন। বত্রিশ বছরের রিয়েলিটি শো তারকা ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটে এক ভিডিও পোস্টে জানিয়েছিলেন ভারত যদি জেতে,তাহলে তিনি জামা কাপড় খুলে ঘুরে বেড়াবেন। তবে পরের বর আইপিএলে কলকাতায় তাঁর প্রিয় দল কলকাতা নাইটরাইটার্স জেতায় তা তিনি না করে নগ্ন ছবি পোস্ট ...

Bjp MLA Fired At ShiSena Leader: থানার ভেতরেই শিবসেনা নেতাকে গুলি বিজেপি বিধায়কের!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: রীতিমতো অঘটন! মহারাষ্ট্রে থানার ভেতরেই একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতাকে গুলি করলেন এক বিজেপি নেতা। জমি সংক্রান্ত ঘটনার জেরেই এই কাণ্ড বলে জানা গিয়েছে। ঘটনায় বিজেপি নেতা গণপত গায়কোয়ারকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বিজেপি নেতা গণপত গায়কোয়ার কল্যাণের পূর্ব বিধানসভার বিধায়ক। মহারাষ্ট্রে জোট সরকারের শরিক বিজেপি নেতার এমন ঘটনায় মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। ডেপুটি পুলিশ কমিশনার সুধাকর পাথারে জানিয়েছেন একটি দিক থেকেই গুলি চালানো হয়েছে। দু পক্ষই একটি জমি সংক্রান্ত ঘটনায় উল্লাসনগরের হিল লাইন থানায় এসেছিল। থানায় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের সময় বিজেপি বিধায়ক গুলি চালান। গুলি চালানোর ঘটনায় শিবসেনা নেতা ও এক সমর্থক জখম হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক। আটক বিজেপি বিধায়ক একটি নিউজ চ্যানেলকে জানিয়েছেন শিবসেনা নেতার সমর্থকরা তাঁর এবং তাঁর ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করায় আত্মরক্ষা করতেই তিনি গুলি চালিয়েছেন। পুলিশ জানিয়েছে শিবসেনার নেতা মহেশ গায়কোয়ার এবং বিজেপি নেতা...

Mamata Challenges Congress : লোকসভা ভোটে চল্লিশটি আসনও পাবে না কংগ্রেস, চ্যালেঞ্জ মমতার

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: লোকসভা ভোটের আগে বিজেপিকে পর্যুদস্ত করার তোড়জোড়ের মধ্যে ইন্ডিয়া জোট যখন অন্তর্দ্বন্দ্বে ক্রমশ কাবু হচ্ছে, তখন সেই কোন্দলকে উসকে দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সাফ জানিয়ে দিলেন লোকসভা ভোটে হিন্দি বলয়ে বিজেপিকে পর্যুদস্ত করতে পারবে না। তাঁর সন্দেহ আসন্ন লোকসভা ভোটে কংগ্রেস চল্লিশটা আসন পাবে কিনা সন্দেহ। পাশাপাশি আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রাকেও। রাহুল গান্ধীর নেতৃত্বে ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গের ছটি জেলা পরিক্রমা করেছে। কংগ্রেসের ন্যায়যাত্রাকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করেছেন মমতা। তৃণমূল নেত্রী বলেন তিনি প্রস্তাব দিয়েছিলেন গোটা দেশে যেখানে যেখানে বিজেপি বিরোধী শক্ত হিসেবে রয়েছে,সেই সব জায়গায় তিনশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার। কিন্তু তা আমল দেয়নি কংগ্রেস। তারা এখন রাজ্যে পৌঁছেছে মুসলিম ভোট পাওয়ার জন্য। তৃণমূল নেত্রীর ঘোরতর সন্দেহ তিনশোটি আসনে লড়াই করলেও কংগ্রেস চল্লিশটি আসন পাবে কিনা সন্দেহ। এদিন কলকাতায় কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার দাবিতে ধরনায় সামিল তৃণমূল নেত্রী বলেন তাঁরা চেয়েছিলেন আসন্ন লো...