Drunken Flight Passenger: আকাশপথে বিমানের এমার্জেন্সি গেট খোলার চেষ্টা মদ্যপ যাত্রীর!

 

দি নিউজরুম ওয়েবডেস্ক: ফের বিপত্তি আকাশপথে (Drunken Flight Passenger)। এর আগে বিদেশিনি বিমানযাত্রীর আসনে প্রস্রাব থেকে শুরু করে শেষবার বিমানে মদ্যপযাত্রীর বমি ও নোংরা করার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আকাশে উড়তে থাকা ইন্ডিগো বিমানের (Indigo Air) দরজা খুলে দেওয়ার চেষ্টা করল এক মদ্যপ যাত্রী। ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানে (Bengaluru Bound Flight)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মদ্যপ বিমানযাত্রী। শুক্রবার সকাল আটটা নাগাদ বিমানটি বেঙ্গালুরুর উদ্দেশে ওড়ে। ঘটনার বিবরণ জানিয়ে ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে ওই মদ্যপ বিমানযাত্রী দিল্লি থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় বিমানের এমার্জেন্সি গেট খোলার চেষ্টা করে। ঘটনাটি দেখে কর্তব্যরত বিমানযাত্রী বিমানের ক্যাপ্টেনকে সতর্ক করেন। বিমানযাত্রীদেরও সতর্ক করা হয়। তবে নিরাপদে উড়ানযাত্রায় কোনও বিঘ্ন ঘটেনি। বেঙ্গালুরুতে বিমান নামার পর ওই ব্যক্তিকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগে বিমানে এক মদ্যপযাত্রীর বমি ও নোংরা করার ঘটনা ঘটে। বিমান পরিষ্কার করে পরিস্থিতির সামাল দেওয়া হয়।

 তবে শুধু এদেশের বিমানই নয়। এর আগে আমেরিকায় এক মহিলাযাত্রী আকাশপথে বিমানের দরজা খোলার চেষ্টা করেন। তাঁকে বিমানকর্মীরা সামাল দেন। অন্যদিকে বিমানকর্মীকে ঘুষি মেরে দাঁত ভেঙে দেওয়ায় এক মহিলাযাত্রীকে সাউথওয়েস্ট এয়ারলাইন্সে চড়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়। বিমানটি সারামেন্টো থেকে সান ডিয়েগো যাচ্ছিল। আরেকটি ঘটনা ঘটেছিল ডেল্টা এয়ারলাইন্সে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক নাগরিক বিমানে গণ্ডগোল পাকানোয় অভিযুক্ত করা হয়। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছিল বিমান অবতরণ করার পর ওই যাত্রী বিমানের সামনের দরজার সামনে গিয়ে দরজায় ঘুষি মারতে শুরু করে। এক ফ্লাইট অ্যাটেনড্যান্টকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই ঘটনায় সহযাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সম্প্রতি লস অ্যাঞ্জেলিস থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় এক যাত্রী অভব্য আচরণ করায় বিমানের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছিল।

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!