National Flag Used For Dusting : ঝাঁসিতে জাতীয় পতাকা দিয়ে দোকানে সাজানো তরমুজের ধুলো পরিষ্কার, ভিডিও ভাইরাল হতেই তদন্তে পুলিশ!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাস্তার ধারে ফলের দোকানে সাজানো তরমুজে লেগে থাকা ধুলো পরিষ্কার করে থাকেন অনেক দোকানি। কিন্তু সেই ধুলো পরিষ্কার করতে গিয়ে শেষে কিনা ঝাড়ন হিসেবে জাতীয় পতাকা (National Flag Used For Dusting)! যোগীরাজ্যের (Uttar Pradesh) ঝাঁসির এক দোকানির বিষম কাণ্ড দেখে সবারই চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে দোকানি কারো পরোয়া না করে একমনে জাতীয় পতাকাকে ঝাড়ন হিসেবে ব্যবহার করে দোকানে সাজানো তরমুজের ধুলো পরিষ্কার করে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ভারতের জাতীয় পতাকার এমন অবমাননার ছবি ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে জাতীয় পতাকার অবমাননার ঘটনা নতুন নয়। এর আগে রাজধানী দিল্লিতে এক ব্যক্তি জাতীয় পতাকা দিয়ে নোংরা পরিষ্কার করার দায়ে গ্রেফতার হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। গত বছর সেপ্টেম্বর মাসে বাহান্ন বছরের ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে। পুলিশ জানায় ওই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় সম্মান অবমাননা সুরক্ষা আইন ১৯৭১ অনুযায়ী জাতীয় পতাকা অবমাননার মামলা রুজু করা হয়।
পুলিশ তদন্তে ওই ব্যক্তিকে অংশ নেওয়ার কথা বলে।
অভিযুক্ত জানায় সে ইচ্ছে করে এমন কাজ করেনি। ভুল করে সে এমন কাণ্ড ঘটিয়েছে। পুলিশ
তাকে এখনও তাকে তদন্তে অংশ নিয়ে আদালতে হাজির হওয়ার কথা জানিয়ে চলেছে। শেষ খবর
পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি তদন্ত অংশ নিয়েছে কিনা, তা জানা যায়নি। অন্যদিকে ভারতের
জাতীয় সঙ্গীত অবমাননা নিয়েও বেশ কিছু ঘটনা ঘটেছে। এমনকী জাতীয় সঙ্গীতকে অবমাননা
করার দায়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের
করা হয়। সম্প্রতি মুম্বই হাইকোর্টে মুখ্যমন্ত্রী আবেদন খারিজ হয়।

এত বড় অসম্মান, আমাদের দেশেই সম্ভব। ছিঃ
উত্তরমুছুন