Tomorrow Rahul Will Challenge The Order: সাংসদপদ খারিজের নির্দেশের বিরুদ্ধে সোমবার আদালতে যাচ্ছেন রাহুল
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মানহানি মামলায় দু বছরের কারাদণ্ডের পর তিনি আর সাংসদ নন (Disqualified MP Rahul Gandhi)। আগামী বাইশ তারিখে তল্পিতল্পা গুটিয়ে সংসদ ভবনও ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ( Directed To Vacate MP House)। সুরাত আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানাতে সোমবার সুরাত সেশনস আদালতের দ্বারস্থ হতে চলেছেন বিদায়ী সাংসদ রাহুল গান্ধী (Rahul Will Challenge The Order)। সেশনস আদালতে করা আবেদনে কংগ্রেস সাংসদ তিনি তাঁকে কারাদণ্ডে দণ্ডিত করা নির্দেশ খারিজ করার আর্জি জানিয়েছেন। সেইসঙ্গে যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে,ততদিন পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ স্থগিত রাখারও আর্জি জানিয়েছেন তাঁর আইনজীবী। এর আগে সুরাত আদালত কারাদণ্ডের নির্দেশের বিরুদ্ধে আবেদন করার জন্য তিরিশ দিন পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ স্থগিত রাখে। এদিকে যে গতিতে রাহুলের সাংসদপদ খারিজ করা হয়েছে, তার সঙ্গে বুলেট গতির ট্রেনের সঙ্গে তুলনা টেনেছে বিরোধীরা। কংগ্রেসের অভিযোগ রাহুল গান্ধীর কণ্ঠরোধ করতেই ষড়যন্ত্র করা হয়েছে। সংসদে আদানি গোষ্ঠীর গৌতম আদানির সঙ্গে মোদীর ঘনিষ্ঠ যোগ নিয়ে রাহুল গান্ধী সংসদে গলা ফাটানোয় তাঁকে চুপ করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।
কংগ্রেস সাংসদের সাংসদপদ খারিজ
করার পরই দেশের সমস্ত বিরোধী দল এককাট্টা হয়ে শাসক বিজেপির বিরুদ্ধে সরব হয়। সূত্রের
খবর, যদি উচ্চতর আদালত কংগ্রেস সাংসদের কারাদণ্ডের সাজা স্থগিত রাখে, তাহলে তাঁর
কেন্দ্র ওয়ানাড আসনে বিশেষ নির্বাচন ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন। রাহুলকে আট
বছর ভোটে লড়ার অনুমতি দেওয়া হবে না। প্রসঙ্গত, ২০১৯ সালে কর্ণাটকে লোকসভা ভোটের
আগে জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে মন্তব্য করায় গুজরাতের বিধায়ক
ও প্রাক্তনমন্ত্রী পূর্ণেশ মোদী মামলা করেছিলেন। ভরা জনসভায় রাহুল বলেছিলেন কীভাবে
সমস্ত চোরেদের পদবি মোদী হয়? আদালতে রাহুলের আইনজীবীর
যুক্তি ছিল মামলার শুরু থেকেই আদালতের প্রক্রিয়া ভুলে ভরা এবং জানান পূর্ণেশ মোদী
নন,মামলার আবেদনকারী হওয়া ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ রাহুলের ভাষণে
মূল নিশানা ছিলেন প্রধানমন্ত্রী। যদিও বিজেপি জানিয়েছে এই পদক্ষেপ আইন মেনেই করা হয়েছে।
তারা প্রশ্ন করেছে রাহুল গান্ধী কি নিজেকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন। কেন্দ্রীয়
শাসক দলের পাল্টা অভিযোগ রাহুল ওই মন্তব্য করে ওবিসি সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে
অপমান করেছেন। প্রতিবাদে ওবিসি সম্প্রদায়ের মন্ত্রীদের নেতৃত্বে বিশাল প্রচার
অভিযান চালায়।

Excellent coverage. Beautiful in every aspect. Keep up the good work.
উত্তরমুছুন