Violence In Bengal : রামনবমীর পর হনুমান জয়ন্তীতেও হিংসা, অশান্তির আশঙ্কা, আগাম শুনিয়ে দিলেন মমতা

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: এখনও রামনবমীকে ঘিরে হিংসার (Violence In Bengal) ক্ষত এখনও পুরোপুরি শুকোয়নি। অশান্তি থামলেও আশঙ্কা কমেনি। রামনবমীর (Ram Navami Festival) পর হনুমান জয়ন্তীতে কি ফের হিংসার সাক্ষী হবেন রাজ্যের মানুষ? রামনবমী ঘিরে অশান্তি ধাক্কা সামলানোর পরে এমনই আগাম আশঙ্কার কথা শুনিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে আগামীকাল হনুমান জয়ন্তী ঘিরে অশান্তির আশঙ্কা জোরদার হয়ে উঠেছে। রামনবমীর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর হাওড়া, হুগলিতে হিংসার পর তাঁর হুঁশিয়ারি নিয়ে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি প্রশ্ন করেছিলেন, মুখ্যমন্ত্রী কী করে জানতে পারলেন রামনবমী ঘিরে রাজ্যে অশান্তি হবে? রামনবমীতে হিংসার পর এবার হনুমান জয়ন্তীতে বড় ধরণের অশান্তির আশঙ্কার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারো নাম না করে পূর্ব মেদিনীপুরে এক সমাবেশে তাঁর আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেছেন আরেক দফা হিংসা, অশান্তির প্রস্তুতি চলছে। পুলিশ ও জেলাশাসকদের তিনি সতর্ক থাকার কথা বলেছেন। ফলে আগামীকালের হনুমান জয়ন্তী ঘিরে হিংসা, অশান্তি ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে। 

মুখ্যমন্ত্রী বলেন, দুষ্কৃতীরা গরিব মানুষদের খাবারের স্টল পুড়িয়ে দিচ্ছে। বন্দুক হাতে নাচছে। হনুমান জয়ন্তীতে তারা আরেক দফা হিংসা, অশান্তি পাকানোর ছক কষছে। শুধু বাংলা নয়, সারা দেশে তারা একই ঘটনা ঘটিয়ে চলেছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রামনবমীর পর কেন মিছিল করা হবে। তাঁর অভিযোগ, হিংসা, অশান্তিকে উস্কে দিতে ইচ্ছে করেই ষড়যন্ত্র করা হচ্ছে। কেন রামনবমীর পাঁচদিন পর মিছিল চলবে। তাঁদের কোনও আপত্তি ছিল না। কিন্তু ওরা বন্দুক,বোমা ছাড়া মিছিল করতে পারে না। পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতির তোয়াক্কা না করে মিছিল করে থাকে। তারা ইচ্ছে করে সংখ্যালঘু এলাকায় ঢুকে মিছিল হিংসা, উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি হিন্দু ভাইদের কাছে আবেদন জানিয়েছেন সংখ্যালঘুদের সুরক্ষিত রাখার জন্য।       

 

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!