Young Celebrated Birthday With Gun : দিল্লিতে বন্দুক হাতে জন্মদিনে কেক কেটে পুলিশের জালে যুবক!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মানুষ নানাভাবে জন্মদিন পালন (Birthday Celebration) করে থাকে। বন্ধুবান্ধব,আত্মীয় স্বজনদের নিয়ে ধুমধাম করে পালন করা জন্মদিনের ছবি আমাদের কাছে খুবই চেনা। যাঁদের আর্থিক সঙ্গতি আছে, তাঁরা জমকালো করে পালন করেন ছেলে বা মেয়ে কিংবা নাতি নাতনির জন্মদিন। আলোর রোশনাই থেকে শুরু করে, কেক কাটা, ডিজে বাজিয়ে জন্মদিনকে আলাদা মাত্রা দিয়ে থাকেন। আবার বড়দেরও জন্মদিনও পালন করেন অনেকে। কিন্তু নিজের জন্মদিনে পিস্তল হাতে(Young Celebrated Birthday With Gun) নিয়ে কেক কাটার ঘটনা কি কেউ শুনেছেন। হ্যাঁ,এমনই এক জন্মদিনের ভিডিও শেয়ার করেছে দিল্লি পুলিশ। শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে এক যুবক পিস্তল হাতে নিয়ে জন্মদিনের কেক কাটছেন। তুমুল শব্দে ফাটানো হচ্ছে বাজি। দিল্লি পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই বাহুবলি জন্মদিনের ভিডিও শেয়ার করা হয়েছে। ওই যুবক পিস্তল হাতে কেক কাটছেন। দুমদাম শব্দে বাজি ফাটছে আর উপস্থিত সবাই গাইছেন হ্যাপি বার্থ ডে গান। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের বিরুদ্ধে রুজু করা হয়েছে অস্ত্র আইনের মামলা।
ধৃত একুশ বছরের যুবকের নাম অনিকেত ওরফে আনিস। বাড়ি দিল্লির সঙ্গম বিহারে। কেন সে পিস্তল হাতে নিয়ে জন্মদিনের কেক কেটেছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থার খবর, পুলিশের কাছে গোপনসূত্রে খবর এসেছিল দিল্লির সঙ্গম বিহারে এক দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে। দিল্লি পুলিশ জানায় সোশ্যাল মিডিয়ায় খ্যাতি অর্জন করতে,তরুণদের মধ্যে প্রভাব ফেলতে এবং নিজেকে অপরাধী হিসেবে প্রমাণ করতে ভিডিওয় তার বন্দুক হাতে ছবিটি তুলেছিল অনিকেত। তবে প্রকাশ্যে অস্ত্র হাতে ঘোরাঘুরি ও মদ্যপানের ঘটনা নতুন নয়। গত মাসে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একদল লোকের প্রকাশ্যে মদ্য পান ও বন্দুক হাতে ভয় দেখানোর দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর পুলিশ ঘটনায় প্রধান অভিযুক্ত সাতাশ বছরের রাজা চৌধুরী নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবক দুটি জিম চালায়। বন্দুকগুলি দুজন বেসরকারি নিরাপত্তা কর্মীর বলে তদন্ত করে জানতে পারে পুলিশ।

Scary news really. 🙏
উত্তরমুছুন